ইনার হুইল ডিস্টিক-৩৪৫’এর
আটতম সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


ঝমকালো আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক সেবা সংস্থা ইনার হুইল ডিস্টিক-৩৪৫ এর আটতম সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন বøু’তে ইনার হুইল ডিস্টিক-৩৪৫ এর আওতায় দেশের বিভিন্ন জায়গার ৫১টি ক্লাবের সমন্বয়ে সদস্যদের অংশগ্রহনে সম্মেলন ও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সম্মেলনে আন্তর্জাতিক সেবা সংস্থা ইনার হুইল-৩৪৫ এর প্রতিষ্ঠাতা দিলরুবা আহমেদের পরিচারনায় এবং ইনার হুইল-৩৪৫ এর সভাপতি এঞ্জেলা বৈশাখি মেনডেস’এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, ইনার হুইল ক্লাব অব চিটাগংয়ের সাবেক সভাপতি ইয়াসমিন চৌধুরী, আইআইডবিøয়’এর সাবেক বোর্ড ডিরেক্টর ফরিদা হাসেম, সনোলজিষ্ট ও ক্লিনিক্যাল আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ও রোটারি ক্লাব ইনার হুইলের (ডিস্ট্রিক-৩৪৫) ভাইস চেয়ারম্যান ডা. মল্লিকা বিশ্বাস।
সম্মেলনে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ইনার হুইলের সদস্যরা। এসময় মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
উপস্থিত অতিথিরা বলেন, ইনার হুইল একটি আন্তর্জাতিক সেবা সংস্থা। বর্তমানে দেশে ১০০টি উপর ইনার হুইল ক্লাব রয়েছে। এ ক্লাবগুলো অসহায় মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করছে। বিশেষ করে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণসহ সমাজের নানারকম অসংগতি বন্ধে ও উন্নয়নে কাজ করছে।
আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া তিনি আমাদের ভালো অবস্থান দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমরা যারা অবস্থা সম্পুন্ন আছি তাদের অনেক দায়িত্ব আছে সমাজের প্রতি। যারা খারাপ অবস্থানে আছে তাদের তুলে আনতে আমাদেরই কাজ করতে হবে। যেকোনো কাজের সাথে লেগে থাকলে সে কাজে একদিন সফলতা আসবে। ইনার হুইলের মাধ্যমে দেশে অনেক অসহায় আলোর পথ দেখছেন। এভাবেই এগিয়ে যাক সংস্থাটি। এসময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইনার হুইল ডিস্টিক-৩৪৫’এর প্রতিনিধিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *