বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন আব্দুল্লাহ আল হাসান সাকীব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব হলেন আব্দুল্লাহ আল হাসান সাকীব।
শনিবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিং এ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক। সাকীব সাবেক ছাত্রনেতা, পেশায় আইনজীবী। বিগত দুই বছর তিনি কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর অধ্যয়ন শেষ করে তিনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম ফিল গবেষক হিসেবে অধ্যায়ন করছেন।
বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং দৃক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা খ্যাতিমান সাংবাদিক শহীদুল আলম। দলের মহাসচিব আবদুল আউয়াল মামুন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস, ফোরকান ইব্রাহীম, প্রফেসর আবদুল মান্নান, ল্যা. কমান্ডার ফয়সাল মেহেদী, ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান, নুরুল আফসার, আলী হোসাইন, মাহমুদ খানসহ অন্যান্য নেতারা।-বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *