নজরুল ইসলাম ভুঁইয়া
ইট পাথরের স্তম্ভ তুমি
দাঁড়িয়ে আছ স্মৃতি হয়ে
তোমায় স্মরণ করবে যে জন
পুষ্প হাতে অঞ্জলি দিয়ে।
তুমি আমার মুখের ভাষা
অন্তরাত্মার প্রতীক
তুমি আমার মাতৃভাষা
বাংলা ভাষার যতি।
তুমি রাষ্ট্রভাষা আন্দোলনে
শহীদদের স্মরণে
নির্মিত ঢাকা মেডিক্যাল
কলেজের বহিপ্রাঙ্গনে
অবস্থিত স্মৃতিসৌধ।
প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে
হাজার হাজার মানুষ
পুষ্পমাল্য হাতে
খালি পায়ে
নিরবে-নিভৃতে
বুকভরা ভালোবাসা-শ্রদ্ধা নিয়ে
উপস্থিত হয়ে তোমার বেদীতে
ভাষা আন্দোলনের শহিদদের প্রতি
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে।
তুমি ফেব্রুয়ারি ২২, ১৯৫২ সনে
মেডিকেলের ছাত্র হোস্টেলের
বার নম্বর শেডের পূর্ব প্রান্তে,
কোণাকুণিভাবে
হোস্টেলের মধ্যবর্তী
রাস্তার গা-ঘেঁষে
প্রথম নির্মিত মিনার।
উদ্দেশ্য বাইরের রাস্তা থেকে যেন
তোমায় সহজেই চোখে পড়ে।
তুমি ছিলে ১০ ফুট উচ্চ
ও ৬ ফুট চওড়াতে।
২৪ ফেব্রুয়ারি সকালে,
শহীদ শফিউরের পিতা
২৬ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে
আজাদ সম্পাদক
আবুল কালাম শামসুদ্দিন
তোমার উদ্বোধন করে।
শহীদ বীরের স্মৃতিতে –
এই শিরোনামে
দৈনিক আজাদ পত্রিকা ছাপায়
শহীদ মিনারের খবর।
ঐদিন পাকিস্তানি পুলিশ-সেনাবাহিনী
মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে
প্রথম শহীদ মিনার ভেঙ্গে
রচনা করে কবর।
অবশেষে, বাংলাকে
পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার
স্বীকৃতি দেবার পরে
১৯৫৭ সনে তোমায়
পুনঃনির্মাণ শুরু করে।
তুমি বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী
স্থপতি হামিদুর রহমানের
নকশা এবং নির্মাণে
১৪ মিটার (৪৬ ফুট) উচ্চতা নিয়ে
পুনঃনির্মিত সৌধ।
তার রূপকল্পনায় ছিল
স্নেহময়ী আনত মস্তক
মাতার প্রতীক হিসেবে মধ্যস্থলে
সুউচ্চ কাঠামো, এবং দুই পাশে
সন্তানের প্রতীক হয়ে
হ্রস্বতর দুটি করে কাঠামো এবং
সামনে বাঁধানো চত্বর।
পেছনভাবে দেয়ালচিত্র।
সম্মুখ চত্বরে ভাস্কর নভেরা আহমেদের
দুটি ম্যুরাল স্থাপনের পরিকল্পনা।
এছাড়াও ছিল বেদনাঘন
শহীদ দিবসের প্রতীক হিসেবে
একটি ফোয়ারা স্থাপন।
দ্রুত কাজ সমাপ্তির উদ্দেশ্যে
মূল নকশা হয় সরলীকরণ।
নির্মাণ কাজ শেষ হয়
১৯৬৩ সনের শুরুতে।
ঐবার ২১শে ফেব্রুয়ারিতে
ভাষা আন্দোলনের অন্যতম শহীদ
আবুল বরকতের মাতা
হাসিনা বেগমকে দিয়ে
নতুন করে তোমার উদ্বোধন হয়।
আধুনিক স্থাপত্য রীতিতে
মহান ভাষা আন্দোলনের
স্মৃতিবিজড়িত শহীদ মিনার
তুমি এখন ঢাকার কেন্দ্রতে
চিহ্নিত হয়ে আছ
অন্যতম পর্যটন বিন্দুতে।
তুমি আমার মুখের ভাষা-
ভালোবাসার মিনার
তুমি আমার আশা-অনুভূতির
চির উন্নত-জাগ্রত
শহীদ মিনার।।
তারিখঃ শনিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২১ ইং।
৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ।
৭ই রজব,১৪৪২ হিজরী।