শীতের আগমন

নজরুল ইসলাম ভুঁইয়া

শীত এসেছে লাগছে গায়
ঠান্ডায় সবাই চটপটায়
কই গিয়ে যায়, কই পালায়
চারদিকে সব দিকবিদিক যায়।

ঠান্ডা তবু না কমায়
জবুথবু হয়ে আড্ডা জমায়
অাগুন জ্বালিয়ে উষ্ণতা পায়
লেপ-কাঁথায় রাত কাটায়।

বর চড়ে রাঙা ঘোড়ায়
মেঠোপথে সে বৌ নিয়ে যায়
পালকিতে বসে বৌ দোল খায়
দরজার ফাঁকে দেখে কুয়াশায়
চারদিকে কিছুই দেখা না যায়।

রাঙা ঘোড়া খুব ধবধবায়
গগণে সূর্যি উঁকি দিয়ে তাকায়
কুয়াশা এবার দৌড়ে পালায়
মিষ্টি রোদে সবাই গা মাখায়।

খেজুর গাছে উঠে গাছিয়ায়
তরতাজা কাঁচা রস নামায়
চুলায় সবাই আগুন জ্বালায়
পিঠাপুলি আরও পায়েস বানায়
রস দিয়ে পায়েস রান্না চড়ায়
খায় যে সবাই আহা কি মজায়।

তারিখঃ মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ইং
২৬ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ
১৬ জমাদিউস সানি, ১৪৪৪ হিজরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *