১২৮ পণ্য নিয়ে জীবিকায়ন গ্রামভিত্তিক শিল্প উন্নয়নে বিআরডিবির ছয় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের মধ্যে ১২৮টি পণ্য নিয়ে জীবিকায়ন শিল্পপল্লী গঠনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ছয়টি উদ্যোগ হাতে নিয়েছে। উদ্যোগ সমূহ হচ্ছে, পল্লীতে টেকসই জীবিকায়ন/কর্মসংস্থান সৃষ্টি, পল্লী পণ্য উৎপাদন বৃদ্ধি ও প্রসার, পল্লী উদ্যোক্তা উন্নয়ন, দক্ষ জনসম্পদ সৃষ্টি, উৎপাদিত পণ্যের গুণগত মানোন্নয়ন ও বিপণন সংযোগ তৈরি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্পের (৩য় পর্যায়) উদ্যোগে পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠনের লক্ষে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা নগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে পল্লী উন্নয়নে এলাকাভিন্নিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক  তানভির আল নাছিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির মহাপরিচালক আবদুল গাফফার খান। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার ও উপ-প্রকল্প পরিচালক মাহবুব রশীদ। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সুফলভোগী পল্লী সমিতির নারী-পুরুষ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তারা।

প্রধান অতিথি আবদুল গাফফার খান বলেন, পল্লীতে অর্থনৈতিক কর্মকান্ডের প্রসার, পল্লী পণ্যের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের সুসংহত বিপণন ব্যবস্থা নিশ্চিতকরণে বিআরডিবি ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে এক পণ্য এক পল্লীভিত্তিক জীবিকায়ন শিল্প পল্লী গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৯শ ২৮ কোটি টাকা ব্যয়ে ৪৮ জেলায় ২২০ টি উপজেলায় ২০২৬ সালের মধ্যে ১২৮টি পণ্য ভিত্তিক জীবিকায়ন শিল্প পল্লী গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। পল্লী পণ্যের গুণগত মানোন্নয়ন, বহুমুখীকরণ, উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ইত্যাদি কার্যক্রমের সমাহারে জীবিকায়ন শিল্প পল্লী উন্নয়নে নবযুগের সূচনা করবে। এটি বাস্তবায়ন হলে পল্লী কর্মসংস্থান সৃষ্টি ও পল্লী অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এলাকাভিত্তিক সুফলভোগীরা তাদের ভৌগোলিক এলাকায় উৎপাদিত পণ্যের জন্য ঋণ বাড়ানো, কাজের পরিবেশ সৃষ্টির জন্য উদ্যোগ, পণ্যের গুণগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *