নবযাত্রা ডেস্ক
শেরপুরের ঝিনাইগাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। এতে বাসে থাকা প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী প্রাণে বাঁচলেও মায়ের কোলে থাকা তিন মাস বয়সী এক শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়।
ঘটনার পরপরই ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর পানির নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তার নাম সোহেল।
শিশুটি জীবিত উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বাসটি যাত্রীবাহী ছিল এবং দুর্ঘটনার পর অধিকাংশ যাত্রী সাঁতরে বা স্থানীয়দের সহায়তায় বেরিয়ে আসেন। তবে শিশুটি মায়ের কোলে থাকা অবস্থায় পানিতে পড়ে যাওয়ায় তাকে উদ্ধার করতে সময় লেগেছে।