ইউটাহতে কার্ক হত্যাকাণ্ড: গ্রেপ্তার টাইলার রবিনসনের বামপন্থী মতাদর্শ ও ট্রান্সজেন্ডার সম্পর্কের দাবি গভর্নরের

নবযাত্রা ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে চার্লি কার্ক হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন টাইলার রবিনসনকে নিয়ে নতুন তথ্য জানিয়েছেন গভর্নর স্পেন্সার কক্স। তাঁর দাবি, রবিনসন বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং এক ট্রান্সজেন্ডার রুমমেটের সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন।


রবিবার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন টকশোতে অংশ নিয়ে গভর্নর কক্স বলেন, টাইলার রবিনসনের রুমমেট একজন ট্রান্সজেন্ডার, যিনি বর্তমানে নারী হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি তদন্তকারীদের সহায়তা করছেন এবং হত্যাকাণ্ড সম্পর্কে কোনো পূর্বজ্ঞান তাঁর ছিল না।

কক্স আরও জানান, ২২ বছর বয়সী রবিনসনের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে। তবে তাঁর ট্রান্সজেন্ডার সঙ্গীর পরিচয় বা জীবনধারার বিষয়টি রবিনসনের মানসিক অবস্থার ওপর কোনো প্রভাব ফেলেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, নিহত চার্লি কার্ক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। হত্যাকাণ্ডকে ঘিরে দেশজুড়ে বিতর্ক চলমান অবস্থায় গভর্নরের এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র- এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *