নবযাত্রা ডেস্ক
গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে স্মারক নং ১৬.০২.০০০০.০২৮.৩১.০০০৩.২৫/৩১ এর প্রেক্ষিতে চান্দগাঁওয়ের টেকবাজার পোল জামে মসজিদ ও/এষ্টেট (মিস ই.সি নং-১৪/২০২১ ও ৩৪/২১) এর বর্তমান ই.সি নং ২২৬৮৩-এর মাতোয়াল্লী হিসেবে জনাব হাজী মো: ইউসুফ সাহেবকে নিয়োগ প্রদান করা হয়।
মতোওয়াল্লী নিয়োগের গেজেট প্রকাশের পর এস্টেটটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে জনাব হাজী ইউসুফ সাহেবকে একটি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত নির্দেশনা অনুযায়ী তিনি কমিটি গঠন করে ওয়াকফ প্রশাসকের নিকট আবেদন করেন।
পরবর্তীতে ২৮ মার্চ ২০২৫ তারিখে জনাব আবুল কালামসহ ১০ জনকে উপদেষ্টা, জনাব হাজী মো: ইউসুফকে সভাপতি, জনাব রিয়াদ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি এবং জনাব মো: ছালামত আলীকে সাধারণ সম্পাদক ও মো দেলোয়ার হোসেন কে যুগ্ন সাধারন সম্পাদক করে মোট ৫২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করা হয়। এর মধ্যে কার্যকরী সদস্য সংখ্যা ৪২ জন।
এই অনুমোদিত কমিটি আগামী ৩ (তিন) বছরের জন্য কার্যকর থাকবে।