আঘাতের আগেই দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘অশনি’

নবযাত্রা প্রতিবেদক

গভীর সমুদ্রে সৃষ্টি ঘূর্ণিঝড় অশনি স্থলভাগে আঘাত হানার আগেই দুর্বল হয়ে আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছিল ভারতের আবহাওয়া অফিস।

পূর্বাভাসে তারা আরো জানায়, ঘূর্ণিঝড়টি উপকূলে আসলেও মাটিতে সেটি আছড়ে পড়বে না। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলবর্তী অ লে বৃষ্টি হবে, উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না।

এদিকে গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানায়, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া চট্টগ্রামে পরবর্তী ২৪ ঘণ্টার বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষস হতে পারে।

অন্যদিকে ঘূর্ণিঝড় অশনির সতর্কতায় দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ছয়টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম/উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ২৪ ঘণ্টারমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘অশনি’র সংকেতের মাঝেই আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবার ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় ‘করিম’ নামে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদদের মতে, নতুন এই ঘূর্ণিঝড় ভারত মহাসাগরের উপকূলে হানা দেবে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সপ্তাহ শেষেই তৈরি হতে পারে এই নতুন ঘূর্ণিঝড়।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হবে ভোর ৪টা ১০ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ১০টা ১৯ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৪টা ৩৭ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ১০টা ৩১ মিনিটে।

এছাড়া চট্টগ্রামসহ সারাদেশের সমুদ্র বন্দরের জন্য দুই নম্বর দুরবর্তী হুঁশিয়ারি সতর্কতা সংকেত ও নদী বন্দরের জন্য দুই নম্বর নৌ-হুশিয়ারি সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *