ইউএনডিপি বাংলাদেশের আয়োজনে কাল শিল্পকলায় দিনব্যাপি ‘সম্প্রীতির উৎসব’


বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মান,
স্মার্ট বাংলাদেশের, স্মার্ট নাগরিক
গঠনের লক্ষে উৎসবের আয়োজন।

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষে ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে কাল শিল্পকলায় দিনব্যাপি অনুষ্ঠিত হবে ‘সম্প্রীতির উৎসব’। জাতি, ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ গঠনে অনুষ্ঠিত এ উৎসব চট্টগ্রামে দ্বিতীয়বারের মত আয়োজন করছে ইউএনডিপি বাংলাদেশ।
আগামীকাল রবিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশে নরওয়ে দূতাবাস এবং আইসিটি বিভাগের সহায়তায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী’র ‘পার্টনারশিপ ফর এ মোর টলারেট, ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি)’ প্রকল্পের ‘ডাইভার্সিটি ফর পিস’ উৎসবের আয়োজন করেছে।
‘স্মার্ট বাংলাদেশের স্মার্ট ও দায়িত্বশীল নাগরিক গঠনের মাধ্যমে শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মান এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায়, সংগঠনটির সাংবিধানিক ঘোষণা সমুন্নত রাখার প্রত্যয়ে দিনব্যাপি এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উৎসবের উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও অনুষ্ঠানে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস ও দেশি-বিদেশী সংস্থার প্রতিনিধি, বরেণ্য ব্যক্তি সংস্কৃতিজনসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষজন অংশগ্রহণ করবেন।
এসময় উৎসবে একটি আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক অনুদানের ক্ষুদ্র ঋণ প্রকল্পের আনন্দ মেলার ছয়টা স্টল অংশগ্রহণ করবে। যেখানে ফুড স্টল, নারীদের পোশাক, কসমেটিক নিয়ে এ ছয় স্টল বসবে। পার্বত্য চট্টগ্রামের উপজাতীদের পোশাক, কসমেটিকসহ বিভিন্ন সামুগ্রী নিয়ে একটি স্টল বসবে। ছাড়াও দ্যা এশিয়া ফাউন্ডেশন এবং সার্চ বাংলাদেশের যৌথ উদ্যোগ্যে একটি স্টল থাকবে। সেখানে শিশুদের নানা রকম বই থাকবে। আরেকটি ইউনেস্কো স্টল থাকবে। সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে থাকবে পাপেট শো, চিত্রাঙ্কন, ব্যান্ড শো, আদিবাসীদের কালচারাল অনুষ্ঠান।
উৎসব আয়োজনে থাকছে ইউনেস্কো, বিসিসি, এটুআই, বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশন এবং আইসিটি বিভাগ, একশন এইড বাংলাদেশ, বিএনপিএস, আইইডি, মানুষের জন্য ফাউন্ডেশন, দ্যা এশিয়া ফাউন্ডেশন এবং পিসমেকার স্টুডিও।
উৎসবকে প্রাণবন্ত করতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে অফলাইন ও অনলাইনে কাজ করে পিস মেকার স্টুডিও। এরই অংশ হিসেবে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে এক্টিভেশন ক্যাম্পেইন করছে সলিডারিটি পার্টনার পিস মেইকার স্টুডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *