ঈদের দিন সারাদেশে ভ্যাপসা গরম ও কাল বৈশাখি ঝড়ের আভাস

নবযাত্রা ডেস্ক

চট্টগ্রামে আজকের সেহরি ও ইফতারের সময়:
সেহরির শেষ সময় ছিল ভোর ৫টা ৩৮ মিনিটে
ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।

চলতি সপ্তাহে ৩৪- ৪০ ডিগ্রি সেলসিয়াসের
মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা।

নবযাত্রা প্রতিবেদক

ঈদের দিনে ভ্যাপসা গরমের পাশাপাশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের কিছু কিছু অঞ্চলে বইতে পারে কালবৈশাখি ঝড়। চলতি সপ্তাহে ৩৪ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে তাপমাত্রা। বাড়বে জনজীবনে অস্বস্তি। এমনটাই জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দেশের ৮ বিভাগেই আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে ঈদের সময়। এছাড়া দেশের কিছু অঞ্চলে বইতে পারে কালবৈশাখি।

বাতাসের দিক ও গতিবেগ: পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১৫ কি. মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৪টা ১৮ মিনিটে।

আজকের সেহরি ও ইফতারের সময়: আজ চট্টগ্রামে সেহরির শেষ সময় ছিল ভোর ৫টা ৩৮ মিনিটে এবং আজকের ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ১২টা ৪৭মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৭টা ৩৭মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বেলা ১টা ৯ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৮টা ২ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *