কাঙ্ক্ষিত রমণী

নজরুল ইসলাম ভুঁইয়া

সে যে রাতের তারা দিনের আলো
লাগে তাকে খুবি ভালো,
সে হাঁটে দিনের ধবধবে আলোয়,
হাঁটে রাতের তারায় মেঘহীন আবহাওয়ায়
তারাময় আকাশের সৌন্দর্য দেখতে;
তার দৃষ্টিতে সবি সুন্দর
উজ্জ্বলভাবে চিকচিক করে।

সে যে কোমল আলোতে ম্লান হয়ে যায়
আসে কোন স্বর্গ থেকে উদাসীন হয়ে
কাকে যেন অস্বীকার করে,
আমার বাহু ডোরে।

একটু আবছা আলো, আবছা অন্ধকারে
মনে হয় অশরীরীর প্রতিবিম্ব
কিছুটা পরী, কিছুটা রমণীর বেশে
কোমরের দোলায় সে সাগরের ঢেউ তোলে,
অথবা মৃদুভাবে মুখ হালকা করে;
নির্মল দৃষ্টিতে মিষ্টি প্রকাশ করে,
কত বিশুদ্ধ, কত প্রিয় সে চাহনির তরে।

তার লাল দুটো গালে, হাসির টোল পরে,
কালো চোখের ভ্রুতে লাগে হরিণীর মতোন
ফুটেছে হাসি উজ্জ্বল মুখয়বে।
এত নরম, এত শান্ত, তবুও বাকপটু সে
সুন্দর ভালো দিন কাটানোর কথা বলে,
একটি হৃদয় যার ভালবাসা নির্দোষ!
সে যে মোর কাঙ্ক্ষিত রমণী হয়ে রবে।

তারিখঃ মঙ্গলবার, ৫ ই অক্টোবর, ২০২১ ইং।
২০ শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ।
২৭শে সফর, ১৪৪৩ হিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *