নবযাত্রা ডেস্ক
তদন্ত সংস্থার হেফাজতে থেকেই সরকারি নির্দেশ পাঠালেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতে এই প্রথম এমন ঘটনা ঘটল। কোনো মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের পর তদন্তকারী সংস্থার হেফাজতে থেকে সরকারি দায়িত্ব পালন করছেন, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কারণ, কোনো মুখ্যমন্ত্রীকে এভাবে কখনো গ্রেপ্তার করা হয়নি। সেদিক থেকে কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়া এবং হেফাজতে থেকে মুখ্যমন্ত্রিত্ব চালিয়ে যাওয়ার ঘটনা নজির সৃষ্টি করল
গত রোববার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজত থেকে দিল্লির পানিমন্ত্রী আতিশীকে পানি সরবরাহসংক্রান্ত এক নির্দেশ পাঠান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
পরে সংবাদ সম্মেলন করে আতিশী বলেন, ‘ওই নির্দেশ পেয়ে আমি কেঁদে ফেলেছি। ভাবছিলাম, কে এই মানুষ, যিনি জেলে থেকেও দিল্লিবাসীর জল ও বর্জ্যনিষ্কাশন সমস্যা নিয়ে ভেবে চলেছেন? একমাত্র অরবিন্দ কেজরিওয়ালই এমন পারেন। কারণ, তিনি নিজেকে দিল্লির দুই কোটি মানুষের পরিবারের সদস্য ভাবেন।’
কেজরিওয়ালের গ্রেপ্তার ও তাঁকে ইডি হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপ ইতিমধ্যে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। গত রোববার ছিল সাপ্তাহিক ছুটির দিন। সোম ও মঙ্গলবার দোলযাত্রা (হোলি) উপলক্ষে ছুটি। কাজেই আপের আবেদন আগামী বুধবারের আগে শোনা হবে না।
কেজরিওয়ালকে আরও কত দিন জেলে থাকতে হবে, জানা নেই কারও। রাজ্যের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া কিংবা রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের মতো অনির্দিষ্টকালের জন্যও হতে পারে। আপাতত তিনি কাজ চালালেও পরে পারবেন কি? সে ক্ষেত্রে কে নেবেন দিল্লির দায়িত্ব-এখন ঘুরেফিরে এসব প্রশ্নই আসছে।
বিক্ষোভের ডাক বিরোধীদের
দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা এ কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাঘব চাড্ডা বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতি সংহতি জানাতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।