নবযাত্রা প্রতিবেদক
আজ চট্টগ্রামসহ ময়সনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আহাওয়া অধিদপ্তর জানায়, দেশের নদী বন্দরগুলোতে দেয়া দূরবর্তী সতর্কতা সংকেত তুলে নেয়া হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিনদিন দেশের আবহাওয়া এমন থাকতে পারে।
এদিকে গতকাল সকাল থেকে ঢাকা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর , রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায় এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, মিয়ানমার উপকূল এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপ স্থলভাগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পড়েছে। এটি প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে মিয়ানমার ভূখন্ডে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়েছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ: চট্টগ্রামে আজ বাতাসের গতিবেগ থাকতে পারে পশ্চিম /উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২-১৫ কিলোমিটার বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৩০-৪০ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা ছিল : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় ভোর ৫টা ৪৩ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ দুপুর ১২টায় ৪ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে সন্ধা ৬টা ৩৫ মিনিটে।