চট্টগ্রামে আরও ১ জনের করোনা শনাক্ত

নবযাত্রা প্রতিবেদক


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরো ১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার শূন্য দশমিক ২০ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরো জানা যায়, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৪৮৪ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত একজন নগরীর বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে এক হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগরীর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৯২ হাজার ৮৩ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *