নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রামের নদী বন্দরে এখনো বহাল রয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। আজও চট্টগ্রামে বৃষ্টির আভাস রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলেন, চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। অন্যদিকে গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভবনা নেই এছাড়া তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এটি আগামী কয়েকদিন থাকবে।
এদিকে এখনো উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আজ চট্টগ্রামের আবহাওয়া আংশিক মেঘলাসহ আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। সে সাথে দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ: চট্টগ্রামে আজ বাতাসের গতিবেগ থাকতে পারে পশ্চিম /দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ৩০-৪০ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ৪টা ৩৮ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১১টায় ৫ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৫টা ৭ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১১টা ৫২ মিনিটে।