নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আজ নগরীর জানে আলম দোভাষ সড়ক (বাকলিয়া এক্সেস রোড) এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী মজুত রাখা এবং দোকান নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে ছয়জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযানে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে রাস্তা ও ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিতভাবে এই ধরনের অভিযান চলবে।