চট্টগ্রামসহ সারাদেশে দিন ও
রাতের তাপমাত্রা আরো এক-
দুই ডিগ্রি বাড়তে পারে আজ।
নিজস্ব প্রতিবেদক
বৃষ্টির স্বস্তি কাটিয়ে ফের বাড়ছে গরম। এরমধ্যে দেশের কিছু কিছু অঞ্চলে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। তাপমাত্র বেড়ে গরম বেড়েছে চট্টগ্রামেও। এক দিনের ব্যবধানে চট্টগ্রামে দুই ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার থেকে দেশের কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে নতুন করে তাপপ্রবাহ শুরু হলে তা গত এপ্রিল মাসের মত বিস্তৃত এবং অতি তীব্র হওয়ার সম্ভাবনা নেই।
এছাড়া আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় ভোর ৫টা ৫মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ বেলা ১১টা ৮ মিনিটে। দ্বিতীয় শুরু ভাটা হবে বিকেল ৫টা ২২ মিনিটে।