পশ্চিমাদের সঙ্গে যোগ দেবে না যে দেশগুলো

নবযাত্রা ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত বুধবার বলেছেন, গালফ কো অপারেশন কান্ট্রিস (জিসিসি) সংগঠনভুক্ত দেশগুলো পশ্চিমাদের সঙ্গে এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেবে না।

সৌদি আরবে একটি সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির দিক দিয়ে, যেটি ইউক্রেনে পশ্চিমাদের কারণে তৈরি হয়েছে, সেটি আমাদের জিসিসির মিত্ররা বেশ ভালোভাবেই বুঝেছে।

তিনি আরও বলেন, আমরা সাধুবাদ জানাই এবং আবারও নিশ্চিত করতে চাই আন্তর্জাতিক ফোরামগুলোতে স্থিতিমূলক অবস্থান নেওয়ায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বাস্তবে রাশিয়ার বিরুদ্ধে একতরফা অবৈধ নিষেধাজ্ঞায় যোগ দিতে না চাওয়ায় তাদের ধন্যবাদ।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো রাশিয়ার ওপর অত্যাধিক নিষেধাজ্ঞা আরোপ করলেও আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। তারা আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনে বার বার তাগাদা দিচ্ছে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ল্যাভরভকে বলেছেন, সৌদি আরব কূটনৈতিক সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *