নবযাত্রা প্রতিবেদক
প্রতিবন্ধীরাও এদেশের মানুষ। তাদেরকে পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তারা সহযোগিতা পেলে সর্বক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে। সরকার চাকরিসহ সর্বক্ষেত্রে প্রতিবন্ধীদের কোটা নির্ধারণ করে দিয়েছে। বর্তমান অর্থ বাজেটেও প্রতিবন্ধীদের কল্যাণে সরকার সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে বেশি বরাদ্দ দিয়েছে।
গতকাল মঙ্গলবার সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ে শারিরীক প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান পিএইচটি সেন্টার চট্টগ্রামের উদ্যোগে বাক শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের বিষয়ে করণীয় ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্য সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ফেছনে পেলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তাদের জন্য আগামীতে আমরা কিছু প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছি। আশা করি এটি তাদের জন্য ভালো হবে। আমাদের অনেক সীমাবদ্ধতাই রয়েছে কিন্তু সবকিছুর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। তার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
পিএইচটি সেন্টারের অধ্যক্ষ কামরুল পাশা ভুঁইয়ার সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তর এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল আলম। এছাড়া সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।