নজরুল ইসলাম ভুঁইয়া
এসেছে পহেলা ফাগুন,
ঋতুরাজ বসন্ত
দেহে লেগেছে আগুন,
ভালোবাসা অনন্ত।
প্রিয়সি হলুদ শাড়ি পরে বলছে,
সারাদিন ঘুরবো দিগন্ত।
আমি তাকিয়ে দেখছি তাকে
সে তো দেহে হলুদ শাড়ি জড়িয়ে
মাথায়-হাতে হলুদ গাদা ফুল,
ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক
পায়ে রাঙা লাল আলতা,
কানে ঝুলিয়ে দুল।
তারপর রিক্সায় বসে,
হাতে হাত রেখে
কাঁধে কাঁধ মিলিয়ে,
ওর চোখে তাকিয়ে
আমি হারিয়ে গেলাম আমার
চিরচেনা রূপসী বাংলার দ্বারে।
চমকিত হয়ে চেতনা ফিরে
দেখি রিক্সা দাঁড়িয়ে গন্তব্য স্থলে।
প্রকৃতির মাঝে বসন্তের সাজে
কপোত-কপোতী বসে
ভালোবাসা নিবেদন করছে।
কোকিল কন্ঠে কপোতী গাইছে গান
তোমাকে জানাই প্রেমের আহবান।
কবুল করে নাও আমার আরতি
তোমার বুকে মাথা গুজে
জীবন পার করবো
এই আমার আরজি।
এই আবেদন দেখে
আপন প্রিয়সির হাত ধরে
চোখে চোখ রেখে বলি
এই বসন্ত একদিনের নয়
শত সহস্র বছর ধরে যেন হয়।
তারিখঃ রবিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২১ ইং।
১লা ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ।
১ রজব, ১৪৪২ হিজরী।