নবযাত্রা প্রতিবেদক
নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার ও পোর্ট কানেক্টিং রোডে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট।
গতকাল সোমবার সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীর এ দুই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ সত্তে বহদ্দারহাট কাঁচা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করার দায়ে ৩ দোকানদারকে ২ হাজার টাকা জরিমানা করে। অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পাহাড়তলী ও হালিশহর থানাধীন পোর্ট কানেক্টিং রোডে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামালের স্তুপ করে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ১৫ দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করে। একই আদালতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলা খুলশী থানাধীন টাইগারপাস বাটালীহিল এলাকায় তিনটি খাবারের দোকানের মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।