নজরুল ইসলাম ভুঁইয়া
বাবা-
তোমার সাথে আমার চিরন্তন এক সম্পর্ক
গভীর ভালোবাসার দীর্ঘ এক অনুভূতি,
তোমার হাত ধরে হাঁটতে শিখেছি
দৌড়াদৌড়ি করে বড় হয়েছি
রয়েছে তোমার সাথে আমার অনেক স্মৃতি।
ছোট বেলায় ভালো খাবারগুলো
তুলে দিতে আমার মুখে
কত যত্নে আদর করে
খাওয়াইতে কোলে তুলে
যদি কিছু খেতে না চাইতাম
ধমক দিতে কঠিনভাবে
বলতে, না খেলে শরীরে
শক্তি হবে কেমন করে?
বাবা, ইদে যখন বাড়ি আসতে
কত শত ব্যস্ততার মাঝে
কত সুন্দর নতুন পোশাক কিনে আনতে
আমি কত আনন্দ পেতাম, কত যে ভীষণ তাতে।
বাবা-
তুমি এখন নেই আমার ভুবনে
তোমার শূন্যতায় আমি
কুঁকড়ে মরি ক্ষনে ক্ষনে
তোমার শূন্যতা সাথে নিয়ে
আমি হাঁটছি সামনের দিনে।
দোয়া করি বাবা, আল্লাহ যেন
শেষ বিচারের দিন
তোমায় জান্নাতে উচ্চ মাকাম
নসিব করেন।
আজকের বাবা দিবসে
এই আমার নিবেদন।
তারিখঃ রবিবার, ২০শে জুন, ২০২১ ইং।
৬ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ।
৯ই জিলক্বদ, ১৪৪২ হিজরী।