নবযাত্রা প্রতিবেদক
অলিম্পিক ইন্ডাস্ট্রির ৩ প্রতিষ্ঠানকে ৯ পণ্যের হালাল সনদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শুরু করেছে হালাল সার্টিফিকেট দেওয়ার কার্যক্রম। এবার পণ্যের মান সনদ প্রদানের পাশাপাশি পণ্যের হালাল সার্টিফিকেটও দিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
গত সোমবার অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩টি প্রতিষ্ঠানের ৯টি পণ্যের অনুক’লে হালাল সনদ দেওয়া হয়। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানিয়েছে, সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. নজরুল আনোয়ার বলেন, বিএসটিআই পণ্যের অনুকূলে হালাল সার্টিফিকেট প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
হালাল সংক্রান্ত তিনটি আন্তর্জাতিক মানকে বাংলাদেশ মান হিসেবে গ্রহণ করেছে এবং সেই মান অনুসারে পণ্যের সনদ প্রদান দেওয়া
হচ্ছে। ওআইসি ভুক্ত দেশগুলোর হালাল মানসনদ বিষয়ক সংস্থার সদস্য হিসেবে এবং দেশীয় পণ্যের রপ্তানি স¤প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। হালাল সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই, বিসিআই, ডিসিসিআই, ক্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ, আলিয়া ও কওমি মাদ্রাসার বিশেষজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।
বিএসটিআই থেকে হালাল সার্টিফিকেট প্রদানের ফলে ব্যবসায়ীরা ওয়ানস্টপ পয়েন্ট থেকে পণ্যের মান সনদ ও হালাল সার্টিফিকেট পাবেন। অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালকের কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিট-১)-এর পক্ষে হালাল সার্টিফিকেট
গ্রহণ করেন নির্বাহী পরিচালক মদদ আলী ভিরানী। ইউনিট ২-এর পক্ষে সনদ নেন পরিচালক তানভীর আলী এবং ইউনিট ৩-এর পক্ষে গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম। প্রাথমিক পর্যায়ে হালাল সনদ পাওয়া পণ্যগুলোর
মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড- এর ওয়েফার বিস্কুট, লজেন্স, পেইন কেক ও টফি, নস্ট্যান্ট নুডলস ও চিপস।