নিজস্ব প্রতিবেদক
আগামী দুই-তিন দিন বৃষ্টি বেড়ে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, চলতি সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় বেশির ভাগ সময়জুড়ে থেমে থেমে বৃষ্টি ঝরতে পারে। এতে কমতে পারে গরমের কষ্ট।
এছাড়া, মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয় আছে। তবে এই মাসের মধ্যে এর বড় অংশ বাংলাদেশ থেকে বিদায় নেবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে এরই মধ্যে আর্দ্রতা কমে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা শীতের বাতাসও বইছে। চলতি মাসের শেষের দিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। এরই মধ্যে অবশ্য দেশের অনেক জায়গায় তা পড়তে শুরু করেছে। মাসের শেষের দিকে তাপমাত্রা কমে হালকা শীতের অনুভূতি পাওয়া যেতে পারে।
আজ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।
এছাড়া চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ : দক্ষিণ / দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২-১৫ কি.মি বেগে যা অস্থায়ীভাবে ২৫-৩৫ কি. মি বেগে অথবা আরো অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয়: আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ২টা ১৫ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ৮টা ৫৭ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ২টা ২৮ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৯ টা ১০ মিনিটে।