মাতৃভূমি

নজরুল ইসলাম ভুঁইয়া

লক্ষ শহীদের রক্তে কেনা
এমন একটি দেশ
অর্জিত এই দেশের কথা
বলব আমি বেশ।

স্মরণীয় হয়ে থাকবে তুমি
সোনালী রবির দেশ
তোমার প্রতি ইঞ্চি ভূমি রক্ষায়
জীবন বাজি রেখে, লড়ব আমি বেশ।

তুমি প্রশংসিত সারা বিশ্বে
উজ্জ্বল গণতান্ত্রিক দেশ
চিরসবুজ চিরযৌবনা পবিত্র ভূমি
সোনার চাইতে খাঁটি
তোমার নাই কোনো তুলনা
নাই কোনো শেষ।

বিশ্ব মানচিত্রে সগৌরবে তুমি
দাঁড়িয়ে আছো বেশ
তুমি আমার স্বর্গ সুখ
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

তারিখঃ মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ইং।
৭ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
২০ জিলক্বদ, ১৪৪৩ হিজরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *