নবযাত্রা ডেস্ক
রাশিয়া ও চীনের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়েছে। ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই সেতুটি গত শুক্রবার উদ্বোধন করা হয়। এর ফলে রাশিয়ার ব্লাগোভেসচেনস্ক শহরের সঙ্গে চীনের উত্তরাঞ্চলীয় হেইলংজিয়াংয়ের সীমান্ত শহর হেইহে সংযুক্ত হল। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি আমুর নদীতে তৈরি করা হয়েছে।
যদিও দুই বছর আগে সেতুটির নির্মাণ কাজ শেষ হলেও করোনার কারণে এতদিন সেতুটির উদ্বোধন করা হয়নি। শুক্রবার ব্লাগোভেসচেনস্কতে একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এসময় প্রথম ট্রাককে আতশবাজি পুড়িয়ে স্বাগত জানানো হয়। সেতুটিতে যান চলাচলের জন্য দুটি লেন রয়েছে।