নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এই লঘুচাপ পর্যায়ক্রমে নিম্মচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আসানিতে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া আজ চট্টগ্রামসহ সারাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির আভাস রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম আকহাওয়াবিদ শেখ হারুন-অর-রশীদ বলেন, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি লঘুচাপের প্রভাবে চট্টগ্রামের নদী বন্দরকে দুই নং নৌ হুঁশিয়ারী সংকেত দেখে যেতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অফিন জানায়, লঘুচাপটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝডো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা ছিল: গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু রাত ৪টা ২৮ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১০টা ৩৭ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৪টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১১টা ২৫ মিনিটে।