নজরুল ইসলাম ভুঁইয়া
ঐ দূর দেশে নীলিমার আকাশে
তাকিয়ে আছি আমি আনন্দে
বাতাসের হালকা ছোঁয়া গায়ে মেখে
উদ্বেলিত হয়ে, কি সুন্দর!
আবেগের সবটুকু ভালোবাসা দিয়ে
প্রকৃতির অপরূপ লাবণ্যে মুগ্ধ হয়ে
ভাবছি ভাবনার গভীরে প্রোথিত রয়ে
সৃষ্টির বিচিত্রতা, আহা কি সুন্দর!
১২.০২.২৩