স্বৈরাচার

নজরুল ইসলাম ভুঁইয়া

তোমার শাসন মানবো না
আর হবো না শোষিত,
তুমি স্বৈরাচার-
আমি নির্যাতিত।

তুমি চালাও স্টিমরোলার
জনগণের বুকেতে,
নির্যাতনের মাত্রা সে তো
পেরিয়েছে অনেক আগে,
তাতে কি তোমার?
তুমি তো আছো বেশ-
তোমার গদি সামলাতে।

পুলিশ, আর্মি, ইলেকশন কমিশন
সবি তোমারি লোক,
তুমি দিনের ভোট রাতে নাও
দাও না কাউকে দিতে ভোট
আগের রাতেই ভোটের বাক্স পুরাও
আনন্দে ভাসিয়ে চোখ।

চৌকিদার থেকে রাষ্ট্রপতি
আরও আছে যারা প্রশাসনে
সব তুমি সাজাও, তুমি গোছাও
তোমারি লোক দিয়ে-
তোমারি প্রয়োজনে।

তোমার বিরুদ্ধে কেউ কথা বললে
তুমি দাও হাজারো মিথ্যা মামলা ঠুকে,
ধরে নিয়ে গিয়ে জেলে পুরে
নাও তারে রিমান্ডে!
তুমি কত কুৎসিত!
কত বিবর্ষ তোমার মন!
আরেক ধাপ এগিয়ে কেউ কথা বললে
তার রাত কাটে নির্ঘুম
তুমি করে ফেলো তারে গুম!

তাই, নেই আর কেউ কথা বলার-
তোমার বিরুদ্ধে।
জনগণ সে তো সাহসী
তবে একতাবদ্ধ নয়,
সাহস করে যদি নামেও রাজপথে
তুমি গুলি চালাও তাদের বুকে।

জনগণ শুধু নিরবে কাঁদে
কবে পাবে সুখ,
হাজারো কান্নার আওয়াজে
আমার মনে বড় দুখ।
জনগণের হয়ে বলি তোমারে
তুমি নিষ্ঠুর, করো অতি অত্যাচার
জনগন তাই বলে তোমারে-
তুমি নিকৃষ্টতম স্বৈরাচার।

তারিখঃ বুধবার, ১১ই আগস্ট, ২০২১ ইং।
২৭শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ।
২ মহররম, ১৪৪৩ হিজরী।

বিঃদ্রঃ বিশ্বের বিভিন্ন দেশের স্বৈরশাসনের প্রতিবাদে রচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *