নবযাত্রা প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি একে ‘জাতির নবজন্মের মহোৎসব’ হিসেবে আখ্যায়িত করেছেন।
রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে তিনি বলেন, আলোচনার মাধ্যমে যে সমঝোতা গড়ে উঠেছে, তা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
অধ্যাপক ইউনূস বলেন, “এ নির্বাচন শুধু ভোট নয়, এটি হবে নতুন বাংলাদেশ গঠনের সূচনা।”
সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।