নবযাত্রা প্রতিবেদক
আদালতে মামলাজট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের নেয়া পদক্ষেপের অংশ হিসেবে লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় বাধ্যতামূলক বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমকে যুগান্তকারী হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন।
তিনি বলেন, “দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নেই।”
লিগ্যাল এইড এখন কেবল আইনি সহায়তা সেবার কেন্দ্র নয়, বরং জনগণের বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এডিআর প্রক্রিয়ার মাধ্যমে স্বল্প সময়ে ন্যায়বিচার পাচ্ছেন অসহায় ও প্রান্তিক জনগণ— যা আদালতের মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মঙ্গলবার সাতকানিয়া চৌকি আদালতের আইনজীবী সমিতি অডিটরিয়ামে আয়োজিত ‘আদালতে মামলাজট হ্রাসকল্পে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের সম্প্রসারণ: প্রেক্ষিত লিগ্যাল এইড অফিস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র জেলা জজ হেমায়েত উদ্দিন আরও বলেন, সরকার ইতোমধ্যে দেওয়ানি ও ফৌজদারি আইনসহ বিভিন্ন আইনে প্রয়োজনীয় সংশোধন আনার উদ্যোগ নিয়েছে। এনআই অ্যাক্ট, পারিবারিক বিরোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন ১১(গ), বাটোয়ারা ও বাড়ি ভাড়া সংক্রান্ত মামলাগুলো এখন সরাসরি আদালতে দায়ের করা যাবে না; আগে লিগ্যাল এইডের মাধ্যমে এডিআর করতে হবে। কেবল আপস ব্যর্থ হলে লিগ্যাল এইডের প্রত্যয়নপত্রসহ মামলা দাখিল করা যাবে। এতে বিচার প্রক্রিয়া হবে দ্রুত ও কম খরচে, পাশাপাশি আদালতের ওপর মামলার চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) রুপন কুমার দাশ। সভাপতিত্ব করেন সাতকানিয়া চৌকি আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবু হান্নান, প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফয়সাল আতিক বিন কাদের, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা জজ সাউদ হাসান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সোলাইমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মানিক।
কর্মশালায় চট্টগ্রাম জেলা জজ আদালতের নেজারত বিভাগ, চৌকি আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য, সরকারি কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সাতকানিয়া চৌকি আদালত প্রাঙ্গণে নবনির্মিত ‘লিগ্যাল এইড কর্নার’ উদ্বোধন করেন এবং আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।