স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি লাখে ১৫ জন নারী মারা যান। প্রতি আট জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। এই ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার নগরীর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনা সভায় অতিথিরা এ কথা বলেন।
এসপেরিয়া হেলথ কেয়ার লি. আয়োজিত এ সেমিনারে স্তন ক্যান্সার বিষয়ে মূল আলোচনা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আলম। এছাড়া আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিকাল অনকোলজি সহকারী অধ্যাপক ডা. আলী আজগর চৌধুরী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুর রব।
অনুষ্ঠানে মডারেটর ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পাবলিক হেলথ প্রফেসর নাজমুল আলম। সভায় বক্তারা ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে স্তন ক্যান্সারের লক্ষণ, পরিসংখ্যান এবং করণীয় তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় ছাত্রীদের ফ্রী ব্রেস্ট স্ক্রীনিং সেবা প্রদান করে এসপেরিয়া হেলথ কেয়ার লি.।-বিজ্ঞপ্তি