চট্টগ্রামে চসিকের ভ্রাম্যমাণ আদালত বেকারি ও হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা

নবযাত্রা প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির আলহামদুলিল্লাহ ফুডস-এ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি ও মেয়াদবিহীন রং ও ফ্লেভার ব্যবহারের প্রমাণ পায়। ফলে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে স্টেশন রোডের সৌদিয়া হোটেল-এ অপরিচ্ছন্ন রান্নাঘর ও অস্বাস্থ্যকরভাবে খাবার প্রস্তুত করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *