নাসির ছিলেন একজন নীতিবান সাংবাদিক ও আদর্শের বাতিঘর : সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন

নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, “মানুষ মারা গেলেও তার আদর্শগত কর্ম কখনো মারা যায় না। একজন আদর্শবাদী মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকেন তার সৃষ্ট কর্ম ও সততার প্রতিচ্ছবিতে।”

তিনি বলেন, প্রয়াত মোঃ নাসিরুল আলম ছিলেন একজন পরিশ্রমী, নিষ্ঠাবান ও নীতিবান সাংবাদিক। তার সততা ও পেশাগত দক্ষতা তাকে সহকর্মীদের মাঝে আদর্শের বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বুধবার সন্ধ্যায় টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগন্ত টেলিভিশনের সাবেক চট্টগ্রাম অফিস ইনচার্জ গোলাম মাওলা মুরাদ ও যমুনা টেলিভিশনের ডেপুটি ইনচার্জ তারেক মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন।
শোকসভায় আরও বক্তব্য রাখেন টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দীপংকর দাশ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম এবং এখন টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মোঃ নবাব মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী, রাজনৈতিক একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া, টিসিজেএ সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, রবিউল হোসেন টিপুসহ টিসিজেএ’র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রয়াত মোঃ নাসিরুল আলমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চট্টগ্রাম জোনের মসজিদের ইমাম ক্বারি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *