ফেনী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত

নবযাত্রা ডেস্ক

ফেনী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

chatra league ee785889cc44aa43727f51445da67678
ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি

২০১৫ সালের ১৪ মে সালাহউদ্দিন ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দারকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদের জন্য ফেনী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। আড়াই মাস পর ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। তবে সাত বছরেও নতুন করে সম্মেলন বা কমিটি গঠিত না হওয়ার পরিপ্রেক্ষিতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায, ফেনী জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আগামী তিন দিনের মধ্যে জীবনবৃত্তান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ও সহসম্পাদক জাফর আহম্মদ জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *