বাংলাদেশ

নজরুল ইসলাম ভুঁইয়া

তুমি শত জনমের লালিত স্বপ্ন
মনের গভীরে রয়েছো ছদ্মবেশে
তুমি আমার প্রেম আমার স্বপ্ন
জন্মেছি বাংলাদেশে।

তোমার মাঝে পেয়েছি
যা খুঁজেছি হাজার বছর ধরে
তোমার সজীব সতেজ ছোঁয়ায়
আমার মনটা দিয়েছো ভালো করে।

তোমার মাটিতে বড় হতে হতে
মুছে গিয়েছে আমার নেত্রজল
সবুজের সমারোহে নিভিয়ে দিলে
আমার বুকের ভিতর
দাউ দাউ করে জ্বলে উঠা অনল।

বাংলাদেশ-
তোমার বুকে থেকে
আমি শিখেছি ভালোবাসতে
তোমার মাটিতে গড়াগড়ি করে
শিখেছি প্রাণ খুলে হাসতে।

তুমি আজকের বাংলাদেশ
একদিনে হওনি
লেগেছে শত সহস্র সংগ্রাম
তোমার তরে কত বীর সেনানী
জীবন দিয়েছে অবিরাম
তোমার ইজ্জত স্বাধীনতা
সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে
এখনও দিতে হচ্ছে প্রাণ।

বাংলাদেশ-
তোমার আগমনী বার্তা পাই
ঐতিহাসিক লাহোর প্রস্তাবে
তুমি বিরাজমান শেরে বাংলা
এ কে ফজলুল হকের
কৃষক আন্দোলনে।

বাংলাদেশ-
তুমি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর
আদর্শ, অনুপ্রেরণা ও রাজনীতির ময়দান
তুমি পাকিস্তানকে বলা মওলানা ভাসানীর
আসসালামু আলাইকুম বিদায় সম্ভাষণ
তুমি ৭ই মার্চে ঢাকার রেসকোর্স ময়দানে
শেখ মুজিবরের জ্বালাময়ী ভাষণ।

বাংলাদেশ-
তুমি কাণ্ডারী বিহীন হতচকিত থাকা
২৫ মার্চ গণহত্যার রাতে
তোমার জন্ম হয় মেজর জিয়ার কণ্ঠে
প্রথম ‘উই রিভোল্ট’ শব্দতে
তুমি মিশে আছো নেতা হীন যুদ্ধের ময়দানে
মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাতে
তোমার প্রতিচ্ছবি খুঁজে পাই
ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপনে।

বাংলাদেশ-
তুমি বিদ্রোহী কবি কাজী নজরুলের
বিদ্রোহী কবিতা উন্নত মম শীর
তুমি পল্লী কবি জসীম উদ্দিনের নক্সী কাঁথার মাঠ,
ভালো লাগার এক পয়সার বাঁশি।

তুমি বেগম রোকেয়ার নারীবাদী লেখনী
মতিচূর, সুলতানার স্বপ্ন, অবরোধ-বাসিনী।

তুমি সুফিয়া কামালের একাত্তরের ডায়েরি
শহীদ জননী জাহানারা ইমামের একাত্বরের দিনগুলি।

বাংলাদেশ- তুমি আমার
নিঃস্বার্থ ভালোবাসায়
তোমায় খুঁজে পাই হাসন রাজা,
শামসুর রহমান, জীবনানন্দ দাশ,
আল মাহমুদের লেখা কবিতায়।

বাংলাদেশ-
তুমি অসীম সাহসী বীর কর্ণেল ওসমানী
তুমি বুকের রক্ত ঢেলে
দেশ স্বাধীন করা শ্রেষ্ঠ বীর জানি
তুমি সূরের পাখি আব্বাসের সুরেলা কণ্ঠের
ওকি গাড়িয়াল ভাই টান
তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর গান।

বাংলাদেশ-
তুমি জয়নুল আবেদীনর হাতে আঁকা নবান্ন,
বীর মুক্তিযোদ্ধা, মনপুরা, সংগ্রাম
তুমি এস এম সুলতানের রং তুলির আঁচলে
আঁকা প্রথম বৃক্ষরোপন
তুমি কামরুল হাসানের মননে জাতীয় পতাকা
আমার গৌরব আমার সম্মান।

বাংলাদেশ-
তুমি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সারেং বৌ,
দিগন্তে ফুলের আগুন,
তুমি মুনীর চৌধুরীর কবর, রক্তাক্ত প্রান্তর,
জহির রায়হানের আরেক ফাল্গুন।

বাংলাদেশ-
তোমার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি
তুমি নগদ রক্তে কেনা আমার পবিত্র মাটি।
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
তোমার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে
ভীনদেশীদের বিরুদ্ধে অস্ত্র ধরি।

বাংলাদেশ-
তোমার এই মাটির বুকে ঘুমিয়ে আছে শত শত আউলিয়া
তুমি ধন্য পেয়ে শাহ জালাল, শাহ পরান, খান জাহান আলী,
শাহ আহমদ শফীর ছোঁয়া।

বাংলাদেশ-
তুমি শহীদ তিতুমীর, সূর্যসেন, প্রীতিলতার বেশে
লাল-সবুজের পতাক উড়াই মুক্ত স্বাধীন দেশে
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সকলেই একসাথে।

বাংলাদেশ
তুমি শিক্ষাবিদ-সমাজকর্মী
নবাব আবদুল লতিফ, নবাব সলিমুল্লাহ,
তুমি ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ।

বাংলাদেশ-
তুমি ভাষা শহীদ রফিক, জব্বার,
বরকত, সালাম, শফিউর রহমান
তুমি জাতীয় চার নেতা নজরুল, তাজউদ্দীন,
মনসুর আলী, কামরুজ্জামান।

বাংলাদেশ-
তুমি বাঙালি পদার্থবিদ স্যার জগদীশ চন্দ্র বসু’র কল্পবিজ্ঞান
তুমি বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতি
তুমি গণিতবিদ জামাল নজরুল ইসলাম।

তুমি ভাষাবিদ মুহম্মদ শহীদুল্লাহ
হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি
তুমি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস
হাজী মোহাম্মদ মহসিন বাংলার নয়নমণি।

বাংলাদেশ-
তুমি মনিরুজ্জামান মনির’র
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গান।
তুমি আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরির গান।

তুমি এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া তাই
সকল শহীদ স্মরণে সালাম সালাম হাজার সালাম জানাই।

তুমি আমার হৃদয়ের বাংলাদেশ
আমার স্বপ্ন-শান্তির বাংলাদেশ
তুমি আমার জন্মভূমি
মাতৃভূমি বাংলাদেশ।
তুমি আমার মায়ের মুখে
হাসি ফোঁটা বাংলাদেশ।
তুমি শহীদের বুকের
রক্তে ভেজা বাংলাদেশ ।
তুমি লাল-সবুজের পতাকা আমার
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তোমায় রাখবো বড় যত্ন করে
হৃদয়ের গভীরে তুমি বাংলাদেশ।

তুমি আমার রক্তের চেয়ে খাঁটি
আমার জন্মভূমি বাংলাদেশের মাটি।

জন্ম আমার ধন্য হলো মাগো,
জন্মেছি এই দেশে,
তুমি আমার সোনার বাংলাদেশ
জীবন দিয়ে যাব আমি,
তোমায় ভালোবেসে।

তারিখঃ শুক্রবার, ৫ই মার্চ, ২০২১ ইং।
২০ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ।
২০ই রজব, ১৪৪২ হিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *