নিজস্ব প্রতিবেদক
নগরীর বাকলিয়া বেড়া মার্কেট এলাকা থেকে চোর চক্রের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের থেকে ৩টি মোবাইল সেটসহ নগদ ১০ হাজার উদ্ধার করা হয়।
গতকাল ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী চরজব্বর থানার কাঞ্চন নগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. বাচ্চু (৩০), পটুয়াখালী বাউফল থানার গোসচাকাটি গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. রুবেল (২৮) এবং রুবেলের ভাই মো. সাজ্জাদ হোসেন (১৯)।
কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান জানান, গত ১৫ মার্চ ফিরিঙ্গীবাজার মসজিদ গলির সামশুল হকের বাড়ির জানালার
গ্রিল ভেঙে ৩টি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে চোর চক্রের সদস্যরা। পরে ভুক্তভোগীরা কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, চোর চক্রের সদস্যরা বাকলিয়ায় অবস্থান করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া তিনটি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।