মুজিবর

নজরুল ইসলাম ভুঁইয়া

জন্ম তোমার এই বঙ্গেতে
ধন্য তাহার মাটি,
জন্ম নিয়েই করলে তুমি
এই বাংলাকে খাঁটি।

শৈশব-কৈশোর সবি তোমার
কেটেছে খুবই মধুর
তপ্ত রোদে ঘুরে ফিরে শুনো
রাখাল বাঁশির সুর।

সুখে-দুখে মানুষেরে
করেছো আপনজন
শীতবস্ত্রহীন মানুষেরে
নিজের গায়ের চাদর দিয়ে
করেছো বরণ।

বৃষ্টির দিনে ভিজতে দেখে
দিয়েছো নিজের ছাতা
মা জিগালে সত্য বলো
উঁচিয়ে বুকের পাটা।

সমরতন্ত্রের চাপায় পড়ে
গনতন্ত্র দিয়েছে হাঁক
শোষিত মানুষেরে বাঁচাতে
তুমি দিয়েছো স্বাধীনতার ডাক।

রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
পেয়েছি স্বাধীন দেশ
সার্বভৌম মানচিত্রের-
স্বাধীন পতাকা
হাতে পেয়েছি বেশ।

রাজনীতির এই মারপেঁচেতে
যেই দলই করি আজ
তোমায় ভালোবেসে যাবো
করে মাথার তাজ।

ধন্য তোমায় জন্ম দিয়ে
তোমার বাপ ও মায়
ধন্য তোমার চারণভূমি
তোমার বিশালতায়।

পদ্মা মেঘনার সলাৎ সলাৎ
বহিবে যতকাল ধরে
শ্রদ্ধাভরে স্মরণ করি
শেখ মুজিবরে।

তারিখঃ বৃহস্পতিবার, ১২ই আগস্ট, ২০২১ ইং।
২৮ শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ।
৩ মহররম, ১৪৪৩ হিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *