সব ধর্মের মানুষের জন্য শান্তির চট্টগ্রাম গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত

নবযাত্রা প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “ধর্মীয় বিভাজন নয়, সম্প্রীতি আর মানবতার বন্ধনই আমাদের শক্তি। এমন একটি চট্টগ্রাম গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও সৌহার্দ্যের পরিবেশে বসবাস করতে পারবে — সেটিই হবে প্রকৃত অর্থে শান্তির শহর।”
তিনি আজ শুক্রবার (১০ অক্টোবর) নগরীর অক্সিজেন ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত বলেন, “চট্টগ্রাম এমন এক শহর, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। এই ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যই আমাদের ঐতিহ্য ও গৌরব। এই ঐক্যের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

তিনি বলেন, “একটি সভ্য ও মানবিক নগর গড়তে হলে নাগরিকদের মধ্যে সহনশীলতা, শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের চর্চা আরও জোরদার করতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।”

ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, “ধর্ম মানুষকে আলাদা করে না, বরং ঐক্যের বন্ধনে যুক্ত করে। প্রতিটি ধর্মই মানবকল্যাণ ও শান্তির শিক্ষা দেয়। তাই ধর্মীয় উৎসবগুলোকে নাগরিক ঐক্য ও মানবতার উৎসবে পরিণত করতে হবে।”

তিনি আরও বলেন, “শান্তির শহর গড়ার জন্য দরকার পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও নাগরিক দায়িত্ববোধ। উন্নয়ন হবে সবার জন্য, কোনো সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীর জন্য আলাদা নয়।”

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, ডা. জীবক চাকমা, রূপানন্দ ভিক্ষু, অধ্যাপক ড. রঞ্জিত বড়ুয়া, উজ্জ্বল কান্তি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ ভিক্ষু, বিভিন্ন প্যাগোডার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *