সারাদেশে সপ্তাহব্যাপী কালবৈশাখীর আশংকা রয়েছে

নবযাত্রা প্রতিবেদক


আজ থেকে সপ্তাহব্যাপী চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী এবং বজ্রপাতের আশংকা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আজ চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেসাথে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরো বাড়বে দিন ও রাতে তাপমাত্রা।

বাংলাদেশ আবহাওয়া অফিস জানায়, আজ দেশের কিছু কিছু এলাকায় কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে শিলাবৃষ্টির ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তারা। বজ্রবৃষ্টির সম্ভাবনায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ: চট্টগ্রামে আজ বাতাসের গতিবেগ থাকতে পারে পশ্চিম /উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২-১৫ কিলোমিটার বেগে যা অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার আকারে ২৫/৩৫ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় ভোর ৫টা ৪২ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ বেলা ১১টায় ৪৩ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৫টা ৫৪ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ১১টা ৪৫ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *