সিআরবি বাঁচাই

নজরুল ইসলাম ভুঁইয়া

সিআরবি তো শুধু একটা জায়গার নাম নয়
চট্টগ্রামের ফুসফুস খ্যাত সবুজ শ্যামলময়
প্রকৃতির রাজা সে তো চট্টগ্রামময়।

সিআরবিতে কোনো অবকাঠামো চাই না
অবকাঠামো নির্মাণের নামে গাছ কাটা চাই না
চিকিৎসা সেবা বাড়ানোর জন্য হসপিটাল দরকার
হসপিটাল বেশি হলে আমাদেরই উপকার।

হসপিটাল নির্মাণ করতে সিআরবি কেন লাগবে?
চট্টগ্রামে হসপিটাল নির্মাণের জায়গা তো কম নাই
সিআরবির শতবর্ষীয় গাছ কেন কাটতে হবে ভাই?

আমরা মানবো না, আমরা তোমাদের অন্যায় কাজ সইবো না
সোনার চেয়ে খাঁটি আমাদের সিআরবির মাটিতে
জীবন থাকতে শতবর্ষী গাছ কাটতে দিব না
হসপিটাল নির্মাণ করতে দিব না, আমরা সইবো না।

সিআরবির শিরিষতলা বীর চট্টলায়
শতবর্ষের নানান স্মৃতি-
ঐতিহ্য বহন করে যায়।

প্রতিবছর শিরিষতলায় বসে
বাঙালির মিলনমেলা,
কত শত নাচ গান বৈশাখী মেলা
সাথে আছে ঐতিহাসিক বলি খেলা।

সকাল সন্ধ্যা সারাক্ষণ
শিশু জওয়ান বৃদ্ধ কপোত-কপোতী
ক্লান্তি ভুলে সারাদিন
স্বস্তির নিশ্বাস নিতে আসে সবই।

ঋতুরাজ বসন্তের পহেলা ফাগুন,
ভালোবাসা দিবসে
মাথায়-হাতে বেঁধে ফুল,
ঠোঁটে গাঢ় লিপস্টিক
পায়ে আলতা রাঙিয়ে
লাল হলুদ শাড়ি পরে
মাতিয়ে রাখে সিআরবি প্রাঙ্গন।

প্রকৃতির মাঝে নব নব সাজে
কপোত-কপোতী বসে
ভালোবাসা নিবেদন করে।
শত সহস্র প্রেমের ইতিহাসের সাক্ষী
এই সিআরবি ধ্বংস করতে দেয়া যাবে না
এখনি রুখে দাঁড়ানোর উপযুক্ত সময়ক্ষণ।

তারিখঃ শুক্রবার, ২৩শে জুলাই, ২০২১ ইং।
৮ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ।
১২ই জিলহজ্জ্ব, ১৪৪২ হিজরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *