নবযাত্রা প্রতিবেদক
শিশু গৃহকর্মী রহিমার ধর্ষণ মামলাসহ সব শিশু ও নারী নির্যাতন মামলার দ্রুত ও ন্যায়সঙ্গত নিষ্পত্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা একাধিক সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, আইনের যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতা ছাড়া এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয়।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সরকারি শিশু সহায়তা হটলাইন ১০৯৮-এ ফোন করে রহিমা তার ওপর হওয়া যৌন নির্যাতনের অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম জেলা অফিস তাকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে এবং মামলা দায়ের করে।
‘অপরাজেয় বাংলাদেশ’-এর প্রতিনিধি জিনাত আরা বেগম বলেন, “টেলিভিশনে হটলাইন নম্বর দেখে সাহস করে রহিমা নিজেকে রক্ষা করতে পেরেছে। এমন ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এখনো অনেক শিশু নির্যাতনের শিকার হচ্ছে যা আমাদের অগোচরে রয়ে যাচ্ছে।”
ইপসা-এর মোহাম্মদ আলী শাহিন বলেন, “রহিমার মামলার দ্রুত নিষ্পত্তিই পারে সমাজে একটি শক্ত বার্তা দিতে। শিশুর প্রতি সহিংসতা রোধে বিচারিক প্রক্রিয়া আরও সংবেদনশীল ও গতিশীল করতে হবে।”
অপরাজেয় বাংলাদেশ-এর বিভাগীয় সমন্বয়কারী মাহবুবুল আলম, ঘাসফুল-এর প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম এবং সংশপ্তক-এর সূচিত্রা মিত্রসহ অন্যান্য বক্তারা বলেন, গৃহকর্মী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা আইন প্রণয়ন ও আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী আব্দুস সবুর, মো. রুহুল মহির (মমতা), সেমশ্রী দাস, নারী অধিকারকর্মী ফারহানা ইদ্রিস, সানজিদা আক্তারসহ নানা সংগঠনের প্রতিনিধিরা।
সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, রহিমার মামলার দ্রুত নিষ্পত্তি ও শিশু গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে তারা বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলবে।