নবযাত্রা প্রতিবেদক
চট্টগ্রাম, ২৪ জুলাই ২০২৫:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর মির্জাপুল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত ও সড়ক দখলের দায়ে ৫ জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মির্জাপুল এলাকার সড়কের উভয় পাশে ফুটপাত দখল করে দোকানের সামনে অবৈধভাবে শেড নির্মাণ ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকান মালিকদের সড়ক ও ফুটপাত দখল না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিক এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করবে বলে জানান অভিযানের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
চসিক সূত্রে জানানো হয়, নগরবাসীর নিরাপদ ও স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে।