অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: চট্টগ্রামে মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নবযাত্রা প্রতিবেদক

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অবস্থিত ‘মাইলো ব্রেড ফ্যাক্টরি’তে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিতে অনিবন্ধিত উপায়ে খাদ্য উৎপাদন, মেয়াদ টেম্পারিংসহ একাধিক অসঙ্গতি পাওয়া যায়।

এ সময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ আশি হাজার টাকা (১,৮০,০০০) জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ও বাকলিয়া থানার একটি চৌকস পুলিশ টিম সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে যাতে সাধারণ জনগণ নিরাপদ ও মানসম্মত খাদ্য পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *