নবযাত্রা প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির সময় শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে অমিত কুমার বিশ্বাস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিকেল সাড়ে ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। অভ্যন্তরীণ রক্তপাতও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী অমিত শহীদ রফিক জব্বার হলের ৩১৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তারা গ্রামের বাড়ি খুলনায়। বাবা অজয় কুমার বিশ্বাস বাংলাদেশ নৌ বাহিনীতে কর্মরত আছেন। অমিত পরিবারের একমাত্র সন্তান।