নবযাত্রা প্রতিবেদন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সম্প্রতি তার দেওয়া বক্তব্য নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমসাময়িক সময়ে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক বার বার’ এ ধরণের কোনো স্লোগান দেওয়া হয়নি বলে দাবি করেছেন।
মঙ্গলবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এ দাবি করেন তিনি। জুয়েলের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক বার বার’
প্রথমত,
ঢাবি ক্যাম্পাসে সমসাময়িক সময়ে এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি। কোনো মাধ্যমেই কেউ ঢাবি ক্যাম্পাসে এই স্লোগান দেওয়ার সত্যতা প্রমাণ করতে পারবে না।
দ্বিতীয়ত
স্লোগানটি আমরা ৭ নভেম্বরে দিই। এর দ্বারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার সম্মিলিত পাল্টা-অভ্যুত্থান তথা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বোঝানো হয়। হাতিয়ার শব্দ দ্বারা প্রতীকী অর্থে বিপ্লবকে বোঝানো হয়।
এটাকে কেউ অন্যভাবে ব্যাখ্যা করলে সেটা নিঃসন্দেহে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বলে দাবি করেন জুয়েল।
প্রসঙ্গত, আলোচিত-সমালোচিত এই স্লোগান নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগের দাবি, ছাত্রদল ক্যাম্পাসে অরাজকতা তৈরির প্রয়াস চালাচ্ছে এবং এ ধরণের উস্কানিমূলক স্লোগান দিচ্ছে।