রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম

নবযাত্রা প্রতিবেদক


রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার ও রিয়াজউদ্দিন বাজার পরিদর্শন করেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

গতকাল বুধবার সকালে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় চেম্বার সভাপতি বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংস, মুরগি, মাছ, সবজি ও ফলমূলের দোকান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ ও তানভীর মোস্তফা চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. দিদার হোসেন, কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল ও রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলী প্রমুখ।

মাহবুবুল আলম বলেন, সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা বাজার পরিদর্শনের উদ্যোগ নিয়েছি। প্রতিটি দোকানে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা ভোক্তা সাধারণের দৃষ্টির মধ্যে প্রদর্শন করার নির্দেশনাও দেন তিনি। অসংঙ্গতি দেখায় কয়েক জন দোকানদারকে সতর্ক করে।

চেম্বার সভাপতি বলেন, আমরা মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাপ্লাই সরবরাহ ঠিক রাখা জরুরি। রমজান থেকে শুরু করে আগামী ঈদ-উল-আজহা পর্যন্ত যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে পণ্য পরিবহনের পথে যাতে কোনোরূপ বির্ঘন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। আমরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সব পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছি।

এসময় উপস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ততরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিত বাজার পরিদর্শন করছি। বর্তমানে পণ্য সরবরাহের কোনো ঘাটতি নেই। তাই পাইকারি ও খুচরায় খুব বেশি পার্থক্য যাতে না থাকে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *