সামাজিক আন্দোলনে নামছেন আমিন খান

নবযাত্রা বিনোদন

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের অভিনয় ব্যস্ততা কমলেও সামাজিক কর্মকাণ্ডে তার ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। অভিনয় ও প্রাতিষ্ঠানিক চাকরির পাশাপাশি ২০১৬ সালে ভেজালমুক্ত খাবার উৎপাদন ও ব্যবহারের দিকে জনসাধারণকে উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতিষ্ঠা করেন ‘আমরা ভেজালমুক্ত খাবার চাই’ নামের একটি সংগঠন।

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দেশের ১৬টি জেলায় এ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন আমিন খান। করোনার কারণে ২০২০ সাল থেকে এটির কার্যক্রম বন্ধ ছিল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার কারণে শিগগিরই এ কার্যক্রমটি আবার চালু করছেন তিনি।

বর্তমানে তিনি একটি বেসরকারি শিল্প গ্রুপে উর্ধ্বতন কর্মকর্তা পদে চাকরি করছেন। তিনি করোনাকালের আগে ‘সাহসী যোদ্ধা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। যেটির নাম পরিবর্তন হয়ে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *