নিজস্ব প্রতিবেদক
গত এক দশকে বাংলাদেশ সরকারের নেতৃত্বে নারীর ক্ষমতায়নে রোল মডেল হয়েছে। আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রগতিশীল পদক্ষেপ নিচ্ছেন।গতকাল আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এ কথা বলেন।
ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারী নেত্রী প্যানেল মেয়র আফরোজা কালাম, ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের সর্বাধ্যক্ষ শীলা মোমেন, সঙ্গীত ভবনের পরিচালক কাবেরী সেনগুপ্তাসহ বিভিন্ন রাজনীতি দলের নারী নেত্রী, ব্যবসায়ী নারীরা, বিভিন্ন মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিক, শিল্প, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মেডিকেল শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
ড. রাজীব রঞ্জন বলেন, ভারত নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং লিঙ্গ সমতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এখন ভারত ও বাংলাদেশ উভয় দেশের নারীরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি শেষ হয়।